দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অব টাইডিং আপ (হার্ডকভার) | The Life Changing Magic Of Tidying Up (Hardcover)

দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অব টাইডিং আপ (হার্ডকভার)

দ্য জাপানিজ আর্ট অব ডিক্লাটারিং অ্যান্ড অর্গানাইজিং

৳ 400

৳ 340
১৫% ছাড়
টি Stock এ আছে
Quantity

0

৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়;  ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER

বই সংক্ষেপ
লেখক

জীবন যাপনে আমূল পরিবর্তন আনতে কীভাবে সাজাবেন আপনার বাসা, অফিস এবং চারপাশের  অন্যান্য অনুষঙ্গ? জীবনে পরিপাট্যতা আনয়নের পুরো প্রক্রিয়াটিই এই বইয়ে  সন্নিবেশিত হয়েছে।আসলেই কী চারপাশ গুছিয়ে রাখার মাধ্যমে জীবনে পরিবর্তন আনা সম্ভব? সোজা সাপটা  জবাব হলো, সম্ভব। কিন্তু চারপাশে পরিপাট্যতা ধরে রাখাটাই যে মুশকিল ব্যাপার!  সবকিছু সুন্দরভাবে গোছানোর পর পুনরায় অগোছালো হয়ে পড়েননি, এমন মানুষ খুঁজে  পাওয়া কঠিন। বারবার না হলেও জীবনে অন্তত একবার আমরা এমন জটিলতায় পড়েছি।এবার আপনার কথায় আসি। বলুন তো, কখনো কী এমন হয়নি, আপনি বাসার সবকিছু খুব যতœ  সহকারে গুছিয়ে পরিপাটী করে রেখেছেন আর খুব দ্রুতই সেগুলো অগোছালো হয়ে পড়েছে?যদি তেমনটিই হয়ে থাকে, তবে এই বিষয়ে সফলতা লাভের গোপন মন্ত্রটি হলোÑ শুরুতেই  চারপাশের অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো একত্রিত করে সেগুলোকে আপনার জীবন থেকে  বিদেয় করে দিন। তারপর মাত্র একবারের কর্ম প্রচেষ্টায় আপনার চারপাশকে সাজান  সুশৃঙ্খলভাবে, সম্পূর্ণ নতুন করে নতুন উদ্যমে।আপনি যদি এই পদ্ধতিটি মেনে চলেন, আমি সেটিকে বলি ‘কন মেরি মেথড’, তবে কথা  দিচ্ছি আপনাকে আর অগোছালো হয়ে পড়ার ঝামেলা পোহাতে হবে না।আসলে এভাবে মানিয়ে গুছিয়ে চলার ব্যাপারটি আমাদের জীবনের চিরাচরিত নিয়ম  বহির্ভূত বিষয়। তবে জীবনে পরিপাট্যতা নিয়ে আসতে যারা এই বিষয়ের উপরে কোর্স  করেছেন, তারা তাদের ব্যক্তিগত জীবনে অপ্রত্যাশিতভাবে সুন্দর কিছু ফল পেয়েছেন।  ঠিক যেন ‘মেঘ না চাইতে জল’ এর মতো। বাসার প্রতিটি দ্রব্য-সামগ্রী সুশৃঙ্খলভাবে  ও সুচারুরূপে গুছিয়ে রাখার মাধ্যমে তারা তাদের জীবনের অন্যান্য দিকেও সফলতার  সন্ধান পেয়েছেন। আর ব্যক্তিগতভাবে আমি আমার জীবনে শতকরা আশি ভাগেরও বেশি আগ্রহ  পরিপাট্যতা সংশ্লিষ্ট বিষয়ের প্রতি নিবেদন করেছি এবং বুঝতে শিখেছি, পরিপাটী  হয়ে জীবন যাপনের এই শিক্ষা সত্যিই একটি জীবনকে বদলে দিতে পারে।জীবনের এই সুন্দর পরিবর্তন যদি সত্যি আমাদের জীবনে ঘটে তবে কেমন হয়? নিশ্চয়ই  খুব ভালো। কিন্তু পরিপাট্যতার চিরাচরিত নিয়মানুসারে আপনি যদি প্রতিদিন মাত্র  একটি অপ্রয়োজনীয় জিনিস বাতিলকরণের প্রতি আগ্রহী হন তবে জীবনে তেমন কোন  পরিবর্তন আসবে না। উল্লেখযোগ্য ফলাফল পেতে এই চিরাচরিত পদ্ধতিতে পরিবর্তন আনতে  হবে। আর এই পরিবর্তিত পদ্ধতি প্রয়োগের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাই আপনাকে বলে  দেবে, একটি সাজানো গোছানো বাসা বলতে আসলে কী বুঝায়, কেমন তার গঠন, কেমন-ই বা  তার রূপ।আমার যখন পাঁচ বছর বয়স তখন থেকেই আবাসন এবং লাইফস্টাইল সংক্রান্ত বিভিন্ন  ম্যাগাজিন পড়তে শুরু করেছিলাম। এইসব ম্যাগাজিনের পাতায় পাতায় একটি সুন্দর  জীবনের গ্রাণের সন্ধান পেয়েছিলাম। আর তখন থেকেই পরিচ্ছন্ন ও পরিপাটি জীবন  যাপনের দিকে আমি ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়ি। আমি পনের বছর বয়স থেকে পরিপাট্যতার  সমস্ত গলি-ঘুপচি আত্মস্থ করতে উঠে পড়ে লাগি। এই বিষয়ে পড়াশোনাও শুরু করে দেই।  জীবনকে সুবিন্যস্ত ও পরিপাটি করে তোলার প্রতি আমার এই অমোঘ টান আর অদম্য  স্পৃহা আমাকে ‘কন মেরি’ মেথডটির (মেথডটির নামকরণ হয়েছে আমার নামের প্রথম ও  দ্বিতীয় অংশের সমন্বয়ে) উৎপত্তি ও বিকাশ ঘটাতে সাহায্য করেছে। বর্তমানে আমি  পরিপাট্যতা বিষয়ক কনসালট্যান্ট। আমার অধিকাংশ সময় অতিবাহিত হয় পরিপাট্যতা  বিষয়ক কনসালট্যান্ট। আমার অধিকাংশ সময় অতিবাহিত হয় সুশৃঙ্খল আর সুবিন্যস্ততার  কাজে, কখনো কোন বাসায় কিংবা কোন অফিসে। যারা সুন্দর ও সুবিন্যস্ত জীবন যাপনে  সমস্যা বোধ করেন, কিংবা যারা পরিপাট্যতার কাজ শেষে পুনরায় অগোছালো হয়ে পড়ার  ‘ঝামেলা, পোহান রোজ, তাদেরকে তাৎক্ষণিক পথ নির্দেশ করাই আমার কাজ। তাদেরকেও  পরামর্শ দেই যারা জীবনে সুবিন্যস্ততা নিয়ে আসতে আগ্রহী কিন্তু জানেন না ঠিক  কোথা থেকে, কীভাবে কাজটি শুরু করবেন।পরিপাট্যতার কাজ শেষে আমার মক্কেলরা ভুরিভুরি অপ্রয়োজনীয় জিনিসপত্র বাতিল  করেছেন। জামা-কাপড়, অন্তর্বাস থেকে শুরু করে হরেক রকমের স্থিরচিত্র, কলম,  ম্যাগাজিনের স্তুপ, সাজগোজের মেকাপÑ বলতে গেলে অপ্রয়োজনীয় লক্ষাধিক জিনিসপত্র।  এসব মোটেও অত্যুক্তি নয়। পরিপাট্যতার কাজ শেষে একবার এক মক্কেল দুই শত  পঁয়তাল্লিশ লিটারের বাহুল্য জিনিসপত্রে ঠাসা ব্যাগ বাইরে নিক্ষেপ করেছেন। ভাবা  যায়!অপরের অগোছালো জীবনকে গুছিয়ে তুলতে যে সহযোগিতাটুকু আমি করেছি এবং করছি, সেই  সাথে জীবনে সুবিন্যস্ত হওয়ার আটকে খুঁজতে গিয়ে যে অনুসন্ধানী গবেষণা আমাকে  করতে হয়েছে; সেইসব অভিজ্ঞতা থেকে আত্মবিশ্বাসী কন্ঠে বলতে পারি ঃ আপনার বাসার  একটি নাটকীয় পরিবর্তন আপনার জীবন যাত্রা ও দৃষ্টিভঙ্গির মাঝেও একটি নাটকীয়  পরিবর্তনের জন্ম দেয়। আর এটিই জীবনের পরিবর্তিত রূপ। আমি তেমনটিই মনে করি।  আসলেই কি পরিপাট্যতার কোর্স শেষে আমার মক্কেলেরা তাদের জীবনে উল্লেখযোগ্য কোন  পরিবর্তনের দেখা পেয়েছেন? এই প্রশ্নের উত্তরে আমি হর-হামেশাই তাদের কাছ থেকে  যেসব ক্ষুদ্রা বার্তা পেয়ে থাকি সেসবের কয়েকটি উল্লেখ করছি- আপনার এই কোর্সটি  করার পর আমি আমার চাকরিটা ছেড়ে দিয়েছি। পরে শৈশব থেকে লালিত একটি স্বপ্ন-  নিজের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করেছি।আপনার এই কোর্স থেকে শিখেছি আমার কোনটি প্রয়োজন এবং কোনটি নয়। পরবর্তীতে আমি  ডিভোর্স নিয়েছি এবং এখন আমি সত্যি অনেক সুখী।একটি সত্তার সঙ্গে বসবাস করতে আমি খুব উদ্গ্রীব ছিলাম। আমার বর্তমান জীবনে  নিজের মাঝে সেই সত্তার খোঁজ পেয়েছি।খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, বেচা-কেনার স্থানটি পরিচ্ছন্ন রাখার পর থেকে  আমার বিক্রি অনেক বেড়ে গেছে! আমরা স্বামী-স্ত্রীতে এখন অনেক ভালো আছি। কিছু  অপ্রয়োজনীয় জিনিসপত্র দূরে নিক্ষেপের মাধ্যমে আমার জীবন অনেকটা পরিবর্তিত  হয়েছে।

Title:দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অব টাইডিং আপ (হার্ডকভার)
Publisher: চর্চা গ্রন্থ প্রকাশ
ISBN:9789849268222
Edition:1st Published, 2019
Number of Pages:270
Country:Bangladesh
Language:Bengali
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0